বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আজ (সোমবার) সন্ধ্যার পরেও বনের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। সম্পূর্ণ আগুন নেভাতে রাতভর কাজ করতে হবে বলে জানায় ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
আগুনে বনের কতটা এলাকা পুড়েছে, সে বিষয়ে বন বিভাগ থেকে স্পষ্ট করে কিছু না বললেও স্থানীয়রা জানান, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।
ভাটায় নদী শুকিয়ে যাওয়ার কারণে আজ বেলা দেড়টা থেকে পাম্প চালাতে পারেনি ফায়ার সার্ভিস। নদীতে জোয়ার আসায় রাত ৮টার পর আবারও পানি ছিটানো শুরু হয়েছে বলে জানান জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।
তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি এখানে ইউনিট কাজ করছে। এখানে সব থেকে বড় সংকট হচ্ছে, শুধু জোয়ারের সময় পাম্প চালানো যায়। আজকে বেলা দেড়টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হয়েছে। এখন আবার পাম্প চালু করেছি, পানি ছিটানো হচ্ছে। অল্প কিছু জায়গা থেকে ধোঁয়া উড়ছে, আশা করি, রাতে পানি দিতে পারলে সম্পূর্ণরূপে আগুন নেভানো সম্ভব হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বনের কোথাও এখন জ্বলন্ত আগুন নেই, কিছু ধোঁয়া আছে। সেসব স্থান ও গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হচ্ছে। আজও সারা রাত কাজ চলবে। রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাঁর।
এর আগে শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুনের সূত্রপাত হয়। রোববার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত্বের খোঁজ পায় বন বিভাগ।
তাৎক্ষণিকভাবে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার লাইন তৈরি করা হয়। আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
তবে ভোলা নদীতে পানি কম থাকা এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় নিরবচ্ছিন্নভাবে পানি ছিটাতে পারেননি ফায়ার ফাইটাররা। সে কারণে সোমবারও রাতভর কাজ করতে হবে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের।
এদিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আজ (সোমবার) সন্ধ্যার পরেও বনের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। সম্পূর্ণ আগুন নেভাতে রাতভর কাজ করতে হবে বলে জানায় ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
আগুনে বনের কতটা এলাকা পুড়েছে, সে বিষয়ে বন বিভাগ থেকে স্পষ্ট করে কিছু না বললেও স্থানীয়রা জানান, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।
ভাটায় নদী শুকিয়ে যাওয়ার কারণে আজ বেলা দেড়টা থেকে পাম্প চালাতে পারেনি ফায়ার সার্ভিস। নদীতে জোয়ার আসায় রাত ৮টার পর আবারও পানি ছিটানো শুরু হয়েছে বলে জানান জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।
তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি এখানে ইউনিট কাজ করছে। এখানে সব থেকে বড় সংকট হচ্ছে, শুধু জোয়ারের সময় পাম্প চালানো যায়। আজকে বেলা দেড়টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হয়েছে। এখন আবার পাম্প চালু করেছি, পানি ছিটানো হচ্ছে। অল্প কিছু জায়গা থেকে ধোঁয়া উড়ছে, আশা করি, রাতে পানি দিতে পারলে সম্পূর্ণরূপে আগুন নেভানো সম্ভব হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বনের কোথাও এখন জ্বলন্ত আগুন নেই, কিছু ধোঁয়া আছে। সেসব স্থান ও গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হচ্ছে। আজও সারা রাত কাজ চলবে। রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাঁর।
এর আগে শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুনের সূত্রপাত হয়। রোববার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত্বের খোঁজ পায় বন বিভাগ।
তাৎক্ষণিকভাবে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার লাইন তৈরি করা হয়। আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
তবে ভোলা নদীতে পানি কম থাকা এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় নিরবচ্ছিন্নভাবে পানি ছিটাতে পারেননি ফায়ার ফাইটাররা। সে কারণে সোমবারও রাতভর কাজ করতে হবে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের।
এদিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বন বিভাগ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে