Ajker Patrika

লকডাউনেও চলবে কোভিড টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
লকডাউনেও চলবে কোভিড টিকাদান কর্মসূচি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে এই অবস্থায় সারাদেশে চলমান কোভিড টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার (৩ মার্চ) দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা টিকা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোনো পরিস্থিতিতেই এই কার্যক্রম বন্ধ হবে না। সুতরাং লকডাউনেও টিকা কার্যক্রম চলবে।

লকডাউনের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সংক্রমণ বিস্তার রোধে সরকার দুতিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার চিন্তা করছে। জরুরি সেবা প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। শিল্প-কলকারখানাও চলবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত