নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের তারিখ আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ৭৯ তম সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।
মো. হুমায়ুন কবীর খোন্দকার আরো বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মে কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে আমরা জেনেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। তবে গভীরভাবে পর্যালোচনা করা হয়নি। আজকের সভায়ও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে জানাবো।
অবশ্য ইসি সচিবের সংবাদ সম্মেলনের পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে কাজটি আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠির মাধ্যমে এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি জমা দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
ঢাকা: লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের তারিখ আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ৭৯ তম সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।
মো. হুমায়ুন কবীর খোন্দকার আরো বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মে কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে আমরা জেনেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। তবে গভীরভাবে পর্যালোচনা করা হয়নি। আজকের সভায়ও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে জানাবো।
অবশ্য ইসি সচিবের সংবাদ সম্মেলনের পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে কাজটি আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠির মাধ্যমে এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি জমা দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫