হোসাইন জিয়াদ
চট্টগ্রাম: ঘটনার শুরু ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। বাবুল আক্তার তখন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আর কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনএইচসিআর) কাজ করতেন উন্নয়নকর্মী ভারতীয় নাগরিক গায়ত্রী সিং। সে সুবাদেই পরিচয়। পরিচয় একসময় রূপ নেয় অবৈধ শারীরিক সম্পর্কে। শুরু হয় মিতু-বাবুলের দম্পত্ত্য কলহ। পথের কাঁটা হয়ে দাঁড়ান মিতু। ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাকে।
মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলার বিবরণীতে এভাবেই উঠে এসেছে বাবুল–গায়ত্রীর পরকীয়ার উপাখ্যান।
২০১৩ সালে বাবুল আক্তারকে ‘তালিবান’ ও ‘বেস্ট কেপ্ট সিক্রেট’ নামে দুটি বই উপহার দেন গায়ত্রী সিং। খুনের কয়েক মাস আগে বাবুল আক্তার চীনে প্রশিক্ষণে গেলে ঘরে বই দুটি খুঁজে পান মিতু। সেখানে ছোট ছোট চিরকুটে লেখা ছিল দুজনের প্রেমের নানা স্মৃতি।
গায়ত্রী 'তালিবান' বইটির তৃতীয় পৃষ্ঠায় লিখেছেন, ‘Hope the memory of me offering you this personal gift, shall eternalize our wonderful bond, love you, Gaitree'। বইয়ের ২৭৬ নম্বর পৃষ্ঠায় বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে গায়েত্রীকে উদ্দেশ করে লিখে রেখেছেন তাদের দেখা হওয়া থেকে শুরু করে শারীরিক সম্পর্ক এবং প্রমোদ ভ্রমণের সব দিন তারিখ।
সেখানে ছোট ছোট করে লেখা, First meet: 11 Sept, 2013; G (গায়ত্রী) Birth Day, 10 October; First Kissed 05 Oct 2013; First beach walk: 8th Oct, 2013; 11 Oct 2013, Marmaid with family; 12 Oct 013, Temple Ramu Prayed Together; Ramu Rubber Garden Chakaria night beach walk: 13 Oct 2013।
এছাড়া ‘Best Kept Secret’ বইটির দ্বিতীয় পাতায় বাবুল আক্তারকে বই উপহার দিয়ে গায়ত্রী ইংরেজিতে ঠিক এইভাবে লিখেছেন, 5/10/2013; with my sincere love, Yours Gaitree.
শুধু তাই নয়, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত বাবুল আক্তার সুদানে শান্তিরক্ষী মিশনে থাকাকালীন ব্যক্তিগত সেলফোনটি বাসায় রেখে যান। এই এক বছরে ওই মোবাইলে ২৯ বার বিভিন্ন মেসেজ দেন গায়েত্রী সিং। ইংরেজিতে দেওয়া ওইসব এসএমএস মিতু একটি ডায়েরিতে টুকে রেখেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওইসব এসএমএসে বাবুল আক্তার ও গায়ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের স্পষ্ট উল্লেখ আছে বলে জানিয়েছেন মিতুর বাবা।
মোশাররফ হোসেন মামলার এজাহারে বলেন, এসব ঘটনা মিতু জানার পর প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বাবুল আক্তার। এক বছর টানাপোড়েনের পর ২০১৬ সালের ৫ জুন তাকে তিন লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।
বর্তমানে গায়ত্রী ইউএনএইচসিআর–এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় কর্মরত।
চট্টগ্রাম: ঘটনার শুরু ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। বাবুল আক্তার তখন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আর কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনএইচসিআর) কাজ করতেন উন্নয়নকর্মী ভারতীয় নাগরিক গায়ত্রী সিং। সে সুবাদেই পরিচয়। পরিচয় একসময় রূপ নেয় অবৈধ শারীরিক সম্পর্কে। শুরু হয় মিতু-বাবুলের দম্পত্ত্য কলহ। পথের কাঁটা হয়ে দাঁড়ান মিতু। ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাকে।
মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলার বিবরণীতে এভাবেই উঠে এসেছে বাবুল–গায়ত্রীর পরকীয়ার উপাখ্যান।
২০১৩ সালে বাবুল আক্তারকে ‘তালিবান’ ও ‘বেস্ট কেপ্ট সিক্রেট’ নামে দুটি বই উপহার দেন গায়ত্রী সিং। খুনের কয়েক মাস আগে বাবুল আক্তার চীনে প্রশিক্ষণে গেলে ঘরে বই দুটি খুঁজে পান মিতু। সেখানে ছোট ছোট চিরকুটে লেখা ছিল দুজনের প্রেমের নানা স্মৃতি।
গায়ত্রী 'তালিবান' বইটির তৃতীয় পৃষ্ঠায় লিখেছেন, ‘Hope the memory of me offering you this personal gift, shall eternalize our wonderful bond, love you, Gaitree'। বইয়ের ২৭৬ নম্বর পৃষ্ঠায় বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে গায়েত্রীকে উদ্দেশ করে লিখে রেখেছেন তাদের দেখা হওয়া থেকে শুরু করে শারীরিক সম্পর্ক এবং প্রমোদ ভ্রমণের সব দিন তারিখ।
সেখানে ছোট ছোট করে লেখা, First meet: 11 Sept, 2013; G (গায়ত্রী) Birth Day, 10 October; First Kissed 05 Oct 2013; First beach walk: 8th Oct, 2013; 11 Oct 2013, Marmaid with family; 12 Oct 013, Temple Ramu Prayed Together; Ramu Rubber Garden Chakaria night beach walk: 13 Oct 2013।
এছাড়া ‘Best Kept Secret’ বইটির দ্বিতীয় পাতায় বাবুল আক্তারকে বই উপহার দিয়ে গায়ত্রী ইংরেজিতে ঠিক এইভাবে লিখেছেন, 5/10/2013; with my sincere love, Yours Gaitree.
শুধু তাই নয়, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত বাবুল আক্তার সুদানে শান্তিরক্ষী মিশনে থাকাকালীন ব্যক্তিগত সেলফোনটি বাসায় রেখে যান। এই এক বছরে ওই মোবাইলে ২৯ বার বিভিন্ন মেসেজ দেন গায়েত্রী সিং। ইংরেজিতে দেওয়া ওইসব এসএমএস মিতু একটি ডায়েরিতে টুকে রেখেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওইসব এসএমএসে বাবুল আক্তার ও গায়ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের স্পষ্ট উল্লেখ আছে বলে জানিয়েছেন মিতুর বাবা।
মোশাররফ হোসেন মামলার এজাহারে বলেন, এসব ঘটনা মিতু জানার পর প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বাবুল আক্তার। এক বছর টানাপোড়েনের পর ২০১৬ সালের ৫ জুন তাকে তিন লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।
বর্তমানে গায়ত্রী ইউএনএইচসিআর–এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় কর্মরত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে