Ajker Patrika

এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

ঢাকা: গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তিন বাংলাদেশি নারী। সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করে। এবারের একশ সেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া তিন বাংলাদেশি হলেন- সালমা সুলতানা, ফেরদৌসী কাদরী ও সায়মা সাবরিনা।

সালমা সুলতানা বাংলাদেশের মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এমএএলএফ) চেয়ারম্যান। বাংলাদেশের কৃষকদের জন্য পশুচিকিৎসা ও শিক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২০ সালে তিনি নরম্যান ই বোরল্যাগ অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের স্বীকৃতি পান।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষক ফেরদৌসী কাদরী উন্নয়নশীল বিশ্বে শিশুদের সংক্রামক রোগ নির্ণয় ও প্রতিরোধে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে অবদানের জন্য ২০২০ সালে ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সায়মা সাবরিনা ন্যানো ম্যাটেরিয়ালের ব্যবহার নিয়ে গবেষণার জন্য ২০২০ সালে ওডব্লিউএসডি-এলসেভিয়ের ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর আর্লি ক্যারিয়ার ওমেন সায়েন্টিস্ট ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড সম্মাননা পান।

এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন ২০১৬ সাল থেকে প্রতি বছর বিজ্ঞানের বিভিন্ন শাখায় এশিয়ার সেরা গবেষকদের তালিকা প্রকাশ করে আসছে। এবারের তালিকায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের বিজ্ঞানীরা স্থান পেয়েছেন।

এ তালিকায় অন্তর্ভুক্ত হতে অবশ্যই একজন গবেষককে তার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো কিছু করতে হয় অথবা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার থাকতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত