নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশের ৯৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৫ জন। পুলিশ বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। আক্রান্তদের মধ্যে ট্রাফিক পুলিশে কাজ করা সদস্যদের মারা যাওয়ার হার বেশি।
পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৮ এপ্রিল। চলতি বছরের ২১ এপ্রিল পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৪৫ জন। আক্রান্তদের মধ্যে সরাসরি পুলিশে কাজ করেন ১৭ হাজার ৮৬৭ জন, র্যাবে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭৮ জন। মোট আক্রান্তের মধ্যে ১৯ হাজার ৭২০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২০২০ সালের ২৮ এপ্রিল জসিম উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের প্রথম মৃত্যু হয়। তিনি ডিএমপির ওয়ারী ফাঁড়িতে কর্মরত ছিলেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মারা যান মো. মোশারফ হোসেন (৪৬) নামের এক পুলিশ কনস্টেবল। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে জন্ম নেওয়া মোশারফ হোসেনের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব এড়ানো অথবা ঘরে বসে কাজ করার কোনো সুযোগ নেই। করোনা পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় তৎপর থাকতে হচ্ছে পুলিশকে। লকডাউনে সাধারণ মানুষকে বুঝিয়ে ঘরে পাঠানো, দেশে ফেরা প্রবাসীদের কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে সরাসরি মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে পুলিশকে। ফলে পুলিশে আক্রান্তের হারও বেশি। তবে গত বছরের তুলনায় চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউতে পুলিশ কম আক্রান্ত হচ্ছে। গত বছর প্রতিদিন আক্রান্তের হার ছিল ৫৫ থেকে ৬০ জন। তবে বর্তমানে গড়ে প্রতিদিন ৩০–৩৫ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন।
পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক পুলিশ সদস্যের জন্য মাস্ক বাধ্যতামূলক। হাসপাতালে রোগী নেওয়া বা লাশ দাফনের সময় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পিপিই ব্যবহার করবে পুলিশ। জনসমাগমস্থলে দূরত্ব বজায় রেখে চলতে হবে। জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার কথাও বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ পুলিশের সুরক্ষা সামগ্রী সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন। আক্রান্তদের সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা নিশ্চিত করছে পুলিশ।
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশের ৯৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৫ জন। পুলিশ বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। আক্রান্তদের মধ্যে ট্রাফিক পুলিশে কাজ করা সদস্যদের মারা যাওয়ার হার বেশি।
পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৮ এপ্রিল। চলতি বছরের ২১ এপ্রিল পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৪৫ জন। আক্রান্তদের মধ্যে সরাসরি পুলিশে কাজ করেন ১৭ হাজার ৮৬৭ জন, র্যাবে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭৮ জন। মোট আক্রান্তের মধ্যে ১৯ হাজার ৭২০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২০২০ সালের ২৮ এপ্রিল জসিম উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের প্রথম মৃত্যু হয়। তিনি ডিএমপির ওয়ারী ফাঁড়িতে কর্মরত ছিলেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মারা যান মো. মোশারফ হোসেন (৪৬) নামের এক পুলিশ কনস্টেবল। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে জন্ম নেওয়া মোশারফ হোসেনের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব এড়ানো অথবা ঘরে বসে কাজ করার কোনো সুযোগ নেই। করোনা পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় তৎপর থাকতে হচ্ছে পুলিশকে। লকডাউনে সাধারণ মানুষকে বুঝিয়ে ঘরে পাঠানো, দেশে ফেরা প্রবাসীদের কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে সরাসরি মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে পুলিশকে। ফলে পুলিশে আক্রান্তের হারও বেশি। তবে গত বছরের তুলনায় চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউতে পুলিশ কম আক্রান্ত হচ্ছে। গত বছর প্রতিদিন আক্রান্তের হার ছিল ৫৫ থেকে ৬০ জন। তবে বর্তমানে গড়ে প্রতিদিন ৩০–৩৫ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন।
পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক পুলিশ সদস্যের জন্য মাস্ক বাধ্যতামূলক। হাসপাতালে রোগী নেওয়া বা লাশ দাফনের সময় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পিপিই ব্যবহার করবে পুলিশ। জনসমাগমস্থলে দূরত্ব বজায় রেখে চলতে হবে। জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার কথাও বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ পুলিশের সুরক্ষা সামগ্রী সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন। আক্রান্তদের সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা নিশ্চিত করছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫