মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি থেকে আলু উত্তোলনের কাজ প্রায় শেষ। তবে বাজারে আলুর দাম নিয়ে কৃষকরা হতাশ। পাইকাররা প্রতি মণ আলুর দাম হাঁকছেন সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকা। এই দামে আলু বিক্রি করলে চাষিদের লোকসান হবে। অন্যদিকে, আলু সংরক্ষণের হিমাগারেও দেখা দিয়েছে সঙ্কট।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বীরতারা, আটপাড়া ও তন্তরে এলাকায় আলু উত্তোলনের কাজ প্রায় শেষ। কুকুটিয়ার চাষিরা পুরোদমে আলু উত্তোলন করছেন। অল্প কিছু দিনের মধ্যে এ এলাকার আলু তোলাও শেষ হবে।
বীরতারা এলাকার কৃষক মো. আদিল বলেন, ‘আলু উঠানো শেষ। আলুর দাম কম তাই গোলাঘরে রেখে দিয়েছি। দাম কিছুটা বাড়লে বিক্রি করবো।’
কৃষকরা মাঠ থেকেই বস্তায় করে আলু বাড়ির গোলায় বা হিমাগারে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই শ্রীনগর চকবাজার, আটপাড়া ও তন্তরের সোন্ধারদিয়ায় থাকা ১টি করে হিমাগার আলুতে ভরপুর। শ্রীনগরের অনেক কৃষক পার্শ্ববর্তী লৌহজং উপজেলার নওপাড়া বাজারে অবস্থিত উদায়ন হিমাগার ও নওপাড়া কোল্ডষ্টোরে আলু রাখার চেষ্টা করছেন।
কোল্ডষ্টোরে জায়গা না পাওয়ায় অনেকে আলু বস্তায় ভরে হিমাগারগুলোর আশপাশের রাস্তায় রেখেছেন। প্রত্যাশিত দাম না পেলেও অনেক চাষি বাধ্য হয়ে আলু বিক্রি করে দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রীনগরের ১৪টি ইউনিয়নে কমবেশি আলুর চাষ হয়। এরমধ্যে বীরতারা, তন্তর, আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়নে কৃষকরা অনেক বেশি জমিতে আলুর চাষ করেছেন। এ বছর শ্রীনগরে আলুর চাষ হয়েছে ২৩শ’ হেক্টরের বেশি জমিতে।
কৃষকরা জানান, প্রতি কানি (১৪০ শতাংশ) জমিতে সাড়ে ৩শ’ মণ থেকে ৪শ’ মণ পর্যন্ত আলু ফলেছে। হিসেবে মাঠেই প্রতি মণ আলুতে খরচ ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত এ এলাকার পাইকারি বাজারে প্রতি মন আলু সর্বোচ্চ ৫শ’ টাকায় বিক্রি হয়েছে। বর্তমান বাজার দরে আলু বিক্রি করলে চাষিদের বড় লোকসানের মুখে পরতে হবে।
আজই প্রথম আলু তোলা শুরু করছেন কুকুটিয়ার কৃষক মো. আলম মোল্লা। তিনি এবার ১৫ কানি জমিতে আলু চাষ করেছেন। কানিপ্রতি তাঁর খরচ পড়েছে ২ লাখ ২০ হাজার টাকা, ফলন আনুমানিক সাড়ে ৩শ’ মণ। তাঁর জমিতেই প্রতি মণ আলুর দাম পড়েছে প্রায় ৬৩০ টাকা। লোকসান এড়াতে তিনি এখন আলু বিক্রি না করে হিমাগারে রাখার চেষ্টা করছেন। তবে স্থানীয় হিমাগারে জায়গা পাচ্ছেন না।
অন্যদিকে, হিমাগারে আলু রাখতে হলেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রতিটি ৫০ কেজির আলুর বস্তা বাবদ ফি ২’শ টাকা। ফি অগ্রিম পরিশোধ করলে ১৫০ টাকা। আলু ফলানোর খরচ তুলতে হিমশিম খাওয়া কৃষকদের জন্য এ ফিও এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি থেকে আলু উত্তোলনের কাজ প্রায় শেষ। তবে বাজারে আলুর দাম নিয়ে কৃষকরা হতাশ। পাইকাররা প্রতি মণ আলুর দাম হাঁকছেন সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকা। এই দামে আলু বিক্রি করলে চাষিদের লোকসান হবে। অন্যদিকে, আলু সংরক্ষণের হিমাগারেও দেখা দিয়েছে সঙ্কট।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বীরতারা, আটপাড়া ও তন্তরে এলাকায় আলু উত্তোলনের কাজ প্রায় শেষ। কুকুটিয়ার চাষিরা পুরোদমে আলু উত্তোলন করছেন। অল্প কিছু দিনের মধ্যে এ এলাকার আলু তোলাও শেষ হবে।
বীরতারা এলাকার কৃষক মো. আদিল বলেন, ‘আলু উঠানো শেষ। আলুর দাম কম তাই গোলাঘরে রেখে দিয়েছি। দাম কিছুটা বাড়লে বিক্রি করবো।’
কৃষকরা মাঠ থেকেই বস্তায় করে আলু বাড়ির গোলায় বা হিমাগারে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই শ্রীনগর চকবাজার, আটপাড়া ও তন্তরের সোন্ধারদিয়ায় থাকা ১টি করে হিমাগার আলুতে ভরপুর। শ্রীনগরের অনেক কৃষক পার্শ্ববর্তী লৌহজং উপজেলার নওপাড়া বাজারে অবস্থিত উদায়ন হিমাগার ও নওপাড়া কোল্ডষ্টোরে আলু রাখার চেষ্টা করছেন।
কোল্ডষ্টোরে জায়গা না পাওয়ায় অনেকে আলু বস্তায় ভরে হিমাগারগুলোর আশপাশের রাস্তায় রেখেছেন। প্রত্যাশিত দাম না পেলেও অনেক চাষি বাধ্য হয়ে আলু বিক্রি করে দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রীনগরের ১৪টি ইউনিয়নে কমবেশি আলুর চাষ হয়। এরমধ্যে বীরতারা, তন্তর, আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়নে কৃষকরা অনেক বেশি জমিতে আলুর চাষ করেছেন। এ বছর শ্রীনগরে আলুর চাষ হয়েছে ২৩শ’ হেক্টরের বেশি জমিতে।
কৃষকরা জানান, প্রতি কানি (১৪০ শতাংশ) জমিতে সাড়ে ৩শ’ মণ থেকে ৪শ’ মণ পর্যন্ত আলু ফলেছে। হিসেবে মাঠেই প্রতি মণ আলুতে খরচ ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত এ এলাকার পাইকারি বাজারে প্রতি মন আলু সর্বোচ্চ ৫শ’ টাকায় বিক্রি হয়েছে। বর্তমান বাজার দরে আলু বিক্রি করলে চাষিদের বড় লোকসানের মুখে পরতে হবে।
আজই প্রথম আলু তোলা শুরু করছেন কুকুটিয়ার কৃষক মো. আলম মোল্লা। তিনি এবার ১৫ কানি জমিতে আলু চাষ করেছেন। কানিপ্রতি তাঁর খরচ পড়েছে ২ লাখ ২০ হাজার টাকা, ফলন আনুমানিক সাড়ে ৩শ’ মণ। তাঁর জমিতেই প্রতি মণ আলুর দাম পড়েছে প্রায় ৬৩০ টাকা। লোকসান এড়াতে তিনি এখন আলু বিক্রি না করে হিমাগারে রাখার চেষ্টা করছেন। তবে স্থানীয় হিমাগারে জায়গা পাচ্ছেন না।
অন্যদিকে, হিমাগারে আলু রাখতে হলেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রতিটি ৫০ কেজির আলুর বস্তা বাবদ ফি ২’শ টাকা। ফি অগ্রিম পরিশোধ করলে ১৫০ টাকা। আলু ফলানোর খরচ তুলতে হিমশিম খাওয়া কৃষকদের জন্য এ ফিও এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫