Ajker Patrika

মুন্সিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনের জরিমানা

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনের জরিমানা

মুন্সিগঞ্জে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের দিকে শহরের সুপার মার্কেট চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সিহাবুল আরিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল আরিফ বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত