আমিনুল ইসলাম
দেশজুড়ে নতুন করে বেড়েছে করোনার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। আজ বুধবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবশ্য সরকারের এ সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে রাজধানীর সদরঘাট থেকে গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে চলছে, বাস ভাড়া নেওয়া হচ্ছে ৬০ শতাংশ বেশি। অধিকাংশ বাসই এখন গেটলক। স্টপেজ ও রাস্তার মোড়ে অফিসগামী যাত্রীদের ভিড়।
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বাসের জন্য অসংখ্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। একটি বাস এলেই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন। কিন্তু নির্ধারিত আসন পরিপূর্ণ হওয়ায় বাসগুলো যাত্রী ফেলে দরজা বন্ধ করে চলে যাচ্ছে।
একই পরিস্থিতি দেখা গেছে, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, মিরপুর, ফার্মগেটসহ রাজধানীর সবগুলো ব্যস্ত সড়কে।
অফিসগামী এক যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাস না পেয়ে এখন বিকল্প উপায়ে যেতে হবে।
চাকরিজীবী মো. কবির বলেন, কর্মস্থলে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আজ কয়টায় অফিসে পৌঁছতে পারবো বুঝতে পারছি না। যে বাসগুলো লোকাল ছিল সেগুলোও আজ সিটিং হয়ে গেছে।
সরকারের এমন নিয়মকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার পরিপ্রেক্ষিতে এমন নিয়ম বেশ ভালো। তবে আমাদের অফিস আমাদের এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সরকার কিন্তু বলেছিল অর্ধেক কর্মী নিয়ে অফিস পরিচালনা করতে। সেটির বাস্তবায়ন নেই। সবকিছু পুরোপুরি বাস্তবায়ন না করলে আমাদের মতো সাধারণ মানুষেরই ভোগান্তিতে পড়তে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাছনিম সিথী। তিনি বলেন, বাস ভাড়া দ্বিগুণ হলেও আমাদের বেতনতো দ্বিগুণ হয়নি। এভাবে চলতে থাকলে বেতনের বড় অংশই চলে যাবে যাতায়াত খরচে। মাস শেষে বাড়ি ভাড়ার চাপতো আছেই। এদিকে দ্রব্যমূল্যেরও উর্ধ্বগতি। পরিবার নিয়ে ঢাকায় থাকাই মুশকিল।
তবে এর মধ্যে কিছু বাসে নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। অতিরিক্ত যাত্রী উঠানো হচ্ছে, অথবা নিরূপায় যাত্রীরাই জোর করে ঠেলে উঠে পড়ছেন। এ নিয়ে কন্ডাক্টর–হেল্পারদের সঙ্গে বাসযাত্রীদের বাকবিতণ্ডাও চোখে পড়েছে।
ইতিবাচক দিক হচ্ছে, বাসে যাত্রীদের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে।
দেশজুড়ে নতুন করে বেড়েছে করোনার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। আজ বুধবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবশ্য সরকারের এ সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে রাজধানীর সদরঘাট থেকে গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে চলছে, বাস ভাড়া নেওয়া হচ্ছে ৬০ শতাংশ বেশি। অধিকাংশ বাসই এখন গেটলক। স্টপেজ ও রাস্তার মোড়ে অফিসগামী যাত্রীদের ভিড়।
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বাসের জন্য অসংখ্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। একটি বাস এলেই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন। কিন্তু নির্ধারিত আসন পরিপূর্ণ হওয়ায় বাসগুলো যাত্রী ফেলে দরজা বন্ধ করে চলে যাচ্ছে।
একই পরিস্থিতি দেখা গেছে, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, মিরপুর, ফার্মগেটসহ রাজধানীর সবগুলো ব্যস্ত সড়কে।
অফিসগামী এক যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাস না পেয়ে এখন বিকল্প উপায়ে যেতে হবে।
চাকরিজীবী মো. কবির বলেন, কর্মস্থলে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আজ কয়টায় অফিসে পৌঁছতে পারবো বুঝতে পারছি না। যে বাসগুলো লোকাল ছিল সেগুলোও আজ সিটিং হয়ে গেছে।
সরকারের এমন নিয়মকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার পরিপ্রেক্ষিতে এমন নিয়ম বেশ ভালো। তবে আমাদের অফিস আমাদের এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সরকার কিন্তু বলেছিল অর্ধেক কর্মী নিয়ে অফিস পরিচালনা করতে। সেটির বাস্তবায়ন নেই। সবকিছু পুরোপুরি বাস্তবায়ন না করলে আমাদের মতো সাধারণ মানুষেরই ভোগান্তিতে পড়তে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাছনিম সিথী। তিনি বলেন, বাস ভাড়া দ্বিগুণ হলেও আমাদের বেতনতো দ্বিগুণ হয়নি। এভাবে চলতে থাকলে বেতনের বড় অংশই চলে যাবে যাতায়াত খরচে। মাস শেষে বাড়ি ভাড়ার চাপতো আছেই। এদিকে দ্রব্যমূল্যেরও উর্ধ্বগতি। পরিবার নিয়ে ঢাকায় থাকাই মুশকিল।
তবে এর মধ্যে কিছু বাসে নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। অতিরিক্ত যাত্রী উঠানো হচ্ছে, অথবা নিরূপায় যাত্রীরাই জোর করে ঠেলে উঠে পড়ছেন। এ নিয়ে কন্ডাক্টর–হেল্পারদের সঙ্গে বাসযাত্রীদের বাকবিতণ্ডাও চোখে পড়েছে।
ইতিবাচক দিক হচ্ছে, বাসে যাত্রীদের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫