Ajker Patrika

ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩: ২২
ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের গোপালপুর বকুলতলা পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় সোনিয়া খাতুন  (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোনিয়া খাতুন যশোরের বাঘারপাড়ার রবিউল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমদাদুল হক বলেন, ‘আজ সকালে গোপালপুর থেকে মোবাইলে একটি কল আসে। কলে জানানো হয়, বকুলতলা নামক স্থানের পুকুরপাড়ে এক নারীর মরদেহ পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। মৃতের বাড়ি যশোর বাঘারপাড়া এলাকায় বলে জানতে পেরেছি।’ 

ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত