নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছে লঞ্চ শ্রমিক ও এর সাথে জড়িত ফেডারেশনের নেতাকর্মীরা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা কর্মরত শ্রমিকদেরকে অভাব অনটনের হাত থেকে রক্ষা ও দরিদ্র নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ে চলাচলের কথা বিবেচনা করে লঞ্চ চালুর দাবি জানান। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শ্রমিকরা অভিযোগ করে বলেন, লকডাউনে প্রায় সবকিছুই চলছে তাহলে শুধু আমাদের পেটে লাথি কেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এর সাথে জড়িত শ্রমিকরা বেতন বোনাস কিছুই পাচ্ছে না।
শ্রমিকরা বলেন, নৌপথে লঞ্চ না পাওয়ার কারণে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং যাত্রীদের দ্বিগুণের বেশি টাকা খরচ হচ্ছে। লঞ্চের শ্রমিকরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। ২৩ মে তারিখের মধ্যে লঞ্চ চালু না হলে এসব শ্রমিকদের পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। বিকল্প কোনো উপায় নির্ধারণ না করে আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে।
সমাবেশে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, 'পর্যাপ্ত যানবাহন চললে কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ার সুযোগ নেই। এক হাজার লোকের জন্য একশ লোকের গাড়ি দিলে সেখানে অবশ্যই ওভার-লোডিং হবে। আমরা যারা কাজ করে খাই, কাজের বিনিময়ে মজুরি পাই তাঁদের পুঁজিই হলো কাজ। কাজ না হলে মজুরি হয় না, বোনাস হয় না। আজকে নৌ-যানের অধিকাংশ শ্রমিকরা বোনাস তো দূরের কথা বেতনও পাননি।'
তিনি আরও বলেন, 'আপনাদের এ তামাশা ২৩ তারিখ পর্যন্ত দেখব। ২৩ তারিখের পর একজন শ্রমিকও আর জাহাজে থাকব না। আপনারা মালিক, অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয় জাহাজ পাহারা দেওয়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন।'
ঢাকা: চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছে লঞ্চ শ্রমিক ও এর সাথে জড়িত ফেডারেশনের নেতাকর্মীরা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা কর্মরত শ্রমিকদেরকে অভাব অনটনের হাত থেকে রক্ষা ও দরিদ্র নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ে চলাচলের কথা বিবেচনা করে লঞ্চ চালুর দাবি জানান। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শ্রমিকরা অভিযোগ করে বলেন, লকডাউনে প্রায় সবকিছুই চলছে তাহলে শুধু আমাদের পেটে লাথি কেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এর সাথে জড়িত শ্রমিকরা বেতন বোনাস কিছুই পাচ্ছে না।
শ্রমিকরা বলেন, নৌপথে লঞ্চ না পাওয়ার কারণে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং যাত্রীদের দ্বিগুণের বেশি টাকা খরচ হচ্ছে। লঞ্চের শ্রমিকরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। ২৩ মে তারিখের মধ্যে লঞ্চ চালু না হলে এসব শ্রমিকদের পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। বিকল্প কোনো উপায় নির্ধারণ না করে আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে।
সমাবেশে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, 'পর্যাপ্ত যানবাহন চললে কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ার সুযোগ নেই। এক হাজার লোকের জন্য একশ লোকের গাড়ি দিলে সেখানে অবশ্যই ওভার-লোডিং হবে। আমরা যারা কাজ করে খাই, কাজের বিনিময়ে মজুরি পাই তাঁদের পুঁজিই হলো কাজ। কাজ না হলে মজুরি হয় না, বোনাস হয় না। আজকে নৌ-যানের অধিকাংশ শ্রমিকরা বোনাস তো দূরের কথা বেতনও পাননি।'
তিনি আরও বলেন, 'আপনাদের এ তামাশা ২৩ তারিখ পর্যন্ত দেখব। ২৩ তারিখের পর একজন শ্রমিকও আর জাহাজে থাকব না। আপনারা মালিক, অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয় জাহাজ পাহারা দেওয়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫