Ajker Patrika

চালু হচ্ছে চীনের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫: ৪৯
চালু হচ্ছে চীনের ফ্লাইট

ঢাকা: লকডাউনের মধ্যে পাঁচ দেশে প্রবাসীকর্মীদের জন্য ফ্লাইট চালু করেছে সরকার। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে চীন। পাশপাশি পাঁচ দেশে ট্রানজিট হয়ে যাওয়া যাবে অন্য দেশগুলোতেও। তবে ট্রানজিট হয়ে দেশে আসতে পারবেন না কেউ।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রসঙ্গত কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধের আওতায় গত ১৪ এপ্রিল সকাল থেকে শুরু হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা। পরবর্তীতে প্রবাসীকর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে গত শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক। এই পাঁচটি দেশ হচ্ছে–সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। শুধু প্রবাসীকর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন। আর দেশে আসলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রবাসী কর্মীদের।

এ পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার জন্য ১২টি এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছ বেবিচক। এই ১২টি এয়ারলাইন্স হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারাবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত