উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দক্ষিণখান থানাধীন গাওয়াইরের আশকোনার বাইতুর মামুর মসজিদ রোডে বুধবার (২৩ আগস্ট) ছুরিকাঘাতে খুন হন আল আমিন টি-স্টোরের দোকানি রাফসান (১৭)। এ ঘটনায় ওই দিনই হত্যায় ব্যবহৃত ছুরিসহ কিশোরকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। সিগারেট বাকি না দেওয়ায় এ খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
নিহত রাফসানের বাবা মুসলেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে খুন করার আগের দিন (মঙ্গলবার) সিগারেট বাকি চাইছে। কিন্তু ছেলে বাকি দেয় নাই। পরে ছেলেকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে চারটি বিস্কুট নিয়ে চলে যায়। পরের দিন এসে আমার ছেলেকে খুন করে ফেলেছে।’
ছেলে হত্যার বিচারের দাবিতে বুধবার দিবাগত রাতে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন নিহতের মা কুসুম বেগম। গ্রেপ্তার কিশোরকে বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোছা. রেজিয়া খাতুন।
রাফসানের মা কুসুম বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সিগারেট বাকি চাইছিল। তখন আমার পুতে বলছে, মাত্র দোকান খুলছি। সিগারেট বাকি নাই। তখন হুমকি দিয়ে বলছিল, তুই কার কাছে সিগারেট বিক্রি করস আমি দেখমু। সিগারেট না দিয়ে আরেকজনকে আগে চা দিছে। যার কারণে আমার পুতেরে মাইরা ফেলছে।
রায়হানের বড় ভাই আল-আমিন বলেন, ‘সকালে আমি দোকানে বসি, বিকেলে রাফসান বসে। আগের দিনের হুমকির বিষয়ে রাফসান আমায় কিছু কয় নাই। দোকানে যাওয়ার এক ঘণ্টা পর ফোন দিয়ে একজন জানায়, ওরে ছুরি দিয়া পার দিছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা গেছে।’
নিহতের বড় বোন লিলি আক্তার বলেন, আগেও ওই পোলা পেয়ারা বাগান এলাকায় একটা খুন করছে। ওই খুনের কারণে তার বাবা জেলে আছে। কিন্তু ওর কিছুই হয় নাই।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর আগে ভিকটিম বলে গেছে, আগের দিন কথা-কাটাকাটি হয়েছিল। এটা নিয়েই হামলা করেছে।
অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোছা. রেজিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হলে সে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে তাকে ম্যাজিস্ট্রেট কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বীকারোক্তি মূলক জবানবন্দির বরাত দিয়ে রেজিয়া খাতুন বলেন, বড় ভাই, ছোট ভাই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডের আগের দিন পোলাপান নিয়ে রাফসানকে খুঁজেছিল। হত্যাকাণ্ডের দিন ওদের দেখা হয়। তখন রাফসান বলেছিল, আমায় খুঁজতেছিলা কেন? তুমি কি আমায় মারবা? কথা-কাটাকাটির একপর্যায়ে রাফসানের বুকে ঘুষি মারে। সেই সঙ্গে আদা কাটার চাকু দিয়ে বুকের মধ্যে আঘাত করে।
দক্ষিণখান থানাধীন গাওয়াইরের আশকোনার বাইতুর মামুর মসজিদ রোডে বুধবার (২৩ আগস্ট) ছুরিকাঘাতে খুন হন আল আমিন টি-স্টোরের দোকানি রাফসান (১৭)। এ ঘটনায় ওই দিনই হত্যায় ব্যবহৃত ছুরিসহ কিশোরকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। সিগারেট বাকি না দেওয়ায় এ খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
নিহত রাফসানের বাবা মুসলেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে খুন করার আগের দিন (মঙ্গলবার) সিগারেট বাকি চাইছে। কিন্তু ছেলে বাকি দেয় নাই। পরে ছেলেকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে চারটি বিস্কুট নিয়ে চলে যায়। পরের দিন এসে আমার ছেলেকে খুন করে ফেলেছে।’
ছেলে হত্যার বিচারের দাবিতে বুধবার দিবাগত রাতে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন নিহতের মা কুসুম বেগম। গ্রেপ্তার কিশোরকে বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোছা. রেজিয়া খাতুন।
রাফসানের মা কুসুম বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সিগারেট বাকি চাইছিল। তখন আমার পুতে বলছে, মাত্র দোকান খুলছি। সিগারেট বাকি নাই। তখন হুমকি দিয়ে বলছিল, তুই কার কাছে সিগারেট বিক্রি করস আমি দেখমু। সিগারেট না দিয়ে আরেকজনকে আগে চা দিছে। যার কারণে আমার পুতেরে মাইরা ফেলছে।
রায়হানের বড় ভাই আল-আমিন বলেন, ‘সকালে আমি দোকানে বসি, বিকেলে রাফসান বসে। আগের দিনের হুমকির বিষয়ে রাফসান আমায় কিছু কয় নাই। দোকানে যাওয়ার এক ঘণ্টা পর ফোন দিয়ে একজন জানায়, ওরে ছুরি দিয়া পার দিছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা গেছে।’
নিহতের বড় বোন লিলি আক্তার বলেন, আগেও ওই পোলা পেয়ারা বাগান এলাকায় একটা খুন করছে। ওই খুনের কারণে তার বাবা জেলে আছে। কিন্তু ওর কিছুই হয় নাই।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর আগে ভিকটিম বলে গেছে, আগের দিন কথা-কাটাকাটি হয়েছিল। এটা নিয়েই হামলা করেছে।
অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোছা. রেজিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হলে সে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে তাকে ম্যাজিস্ট্রেট কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বীকারোক্তি মূলক জবানবন্দির বরাত দিয়ে রেজিয়া খাতুন বলেন, বড় ভাই, ছোট ভাই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডের আগের দিন পোলাপান নিয়ে রাফসানকে খুঁজেছিল। হত্যাকাণ্ডের দিন ওদের দেখা হয়। তখন রাফসান বলেছিল, আমায় খুঁজতেছিলা কেন? তুমি কি আমায় মারবা? কথা-কাটাকাটির একপর্যায়ে রাফসানের বুকে ঘুষি মারে। সেই সঙ্গে আদা কাটার চাকু দিয়ে বুকের মধ্যে আঘাত করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে