Ajker Patrika

মার্কেট খুললেও অসন্তোষে ব্যবসায়ীরা

মার্কেট খুললেও অসন্তোষে ব্যবসায়ীরা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। এসময়ে দেশে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান খোলার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করে মার্কেট ব্যাবসায়ী ও কর্মচারীরা।

দাবির প্রেক্ষিতে সরকার শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকার ঘোষণা দেয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

তবে এ ঘোষণায় মার্কেট ব্যাবসায়ী এবং কর্মচারীদের মনে খানিক সস্তি ফিরলেও রয়ে গেছে অসন্তোষ। তারা বলেন, সকাল ৯ টায় মার্কেটে ক্রেতা থাকে না। ক্রেতারা মূলত মার্কেটে আসে বারোটার দিকে। সেজন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতা শূন্যই থাকতে হবে। তারা বলেন, সামনে রোজা আসছে। যখন দিনের শেষের ভাগেই ক্রেতার আধিক্য বেশি থাকে। আর ক্রেতাদের অধিকাংশই নারী। তারা কেনাকাটা করতে আসে বিকেলে ও সন্ধ্যার পর। তাই আমরা বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখলেও তেমন লাভ হচ্ছে না। বরং দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পেলে সেটা আমাদের জন্য লাভজনক হতো।

ব্যবসায়ীরা বলেন, মার্কেট খোলার নির্দেশে তারা সরকারের কাছে কৃতজ্ঞ। তবে যে নিয়মে দোকান খোলা রাখার কথা বলা হয়েছে, এটাকে তারা বলছেন মন্দের ভালো। তাই তাদের আহ্বান, সরকার যেনো বেশি সময় দোকান খোলা রাখার বিষয়টি পুনঃবিবেচনা করে।

তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আপাতত সরকার যে সিদ্ধান্ত দিয়েছে  তাতে আমরা সন্তুষ্ট। সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে চাই। তবে সামনে রোজার মাস এবং ঈদ। এর মাঝের সময়টাই হচ্ছে আমাদের ব্যবসার জন্য উত্তম। তাই পরবর্তীতে সরকারের কাছে একটু বেশি সময় মার্কেট খোলা রাখার বিষয়টি তুলে ধরবেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত