নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, বাংলাদেশ সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, তাঁর এ সফরটিতে মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয় প্রাধান্য পাবে। কারণ দক্ষিণ এশিয়া অঞ্চলে বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) নিয়ে বেশ জোরেশোরেই কাজ হচ্ছে। আর এরই মধ্যে বাংলাদেশ আইপিএস এ যোগ দিয়েছে। সেই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি ও 'টিকা কূটনীতি' সফরটিতে গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূরাজনীতির দিক থেকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আগামী দিনে এ অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন দেশ কার পক্ষে থাকবে বা কোন দেশের জন্য কি প্রস্তাব থাকবে তা নির্ধারণের হিসেব নিকাশের বিষয়টি সামনে উঠে আসবে। ফলে বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি অবনতির মধ্যেও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশসহ শ্রীলংকা সফর করছেন।
শ্রীলঙ্কার গণমাধ্যমে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সফর শেষে বিকালেই চীনের প্রতিরক্ষামন্ত্রী শ্রীলঙ্কা যাবেন। এ নিয়ে সম্প্রতি চীনা সরকারের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের দুবার শ্রীলঙ্কা সফর করা হবে। এপ্রিলের ২৭ থেকে ২৯ তারিখ শ্রীলংকা অবস্থান করবেন ওয়েই ফেঙ্গহি। সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রীর।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ আসার কথা ছিল। তবে সফরের শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।
ঢাকা: আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, বাংলাদেশ সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, তাঁর এ সফরটিতে মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয় প্রাধান্য পাবে। কারণ দক্ষিণ এশিয়া অঞ্চলে বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) নিয়ে বেশ জোরেশোরেই কাজ হচ্ছে। আর এরই মধ্যে বাংলাদেশ আইপিএস এ যোগ দিয়েছে। সেই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি ও 'টিকা কূটনীতি' সফরটিতে গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূরাজনীতির দিক থেকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আগামী দিনে এ অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন দেশ কার পক্ষে থাকবে বা কোন দেশের জন্য কি প্রস্তাব থাকবে তা নির্ধারণের হিসেব নিকাশের বিষয়টি সামনে উঠে আসবে। ফলে বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি অবনতির মধ্যেও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশসহ শ্রীলংকা সফর করছেন।
শ্রীলঙ্কার গণমাধ্যমে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সফর শেষে বিকালেই চীনের প্রতিরক্ষামন্ত্রী শ্রীলঙ্কা যাবেন। এ নিয়ে সম্প্রতি চীনা সরকারের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের দুবার শ্রীলঙ্কা সফর করা হবে। এপ্রিলের ২৭ থেকে ২৯ তারিখ শ্রীলংকা অবস্থান করবেন ওয়েই ফেঙ্গহি। সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রীর।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ আসার কথা ছিল। তবে সফরের শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে