Ajker Patrika

টিকা নেয়ার দেড় মাস পর করোনাক্রান্ত মুন্সিগঞ্জের সিভিল সার্জন

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
টিকা নেয়ার দেড় মাস পর করোনাক্রান্ত মুন্সিগঞ্জের সিভিল সার্জন

কভিড-১৯-এর টিকার প্রথম ডোজ নেওয়ার দেড় মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। 

আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। 

সিভিল সার্জন জানান, কয়েকদিন ধরে তার জ্বরের পাশাপাশি কভিডের অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার ফলাফলে তার কভিড শনাক্ত হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। 

গত ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম সিভিল সার্জন। বর্তমানে বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। 

এদিকে মুন্সিগঞ্জ জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৪ হাজার ৫৮৯ জন কভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬৯ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৪২৮ জন। অন্যদিকে এ পর্যন্ত জেলায় ৪৩ হাজার ১১৫ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত