Ajker Patrika

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার যাত্রীবাহী যান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৬: ৩৭
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার যাত্রীবাহী যান

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে জারি করা প্রথম দফা লকডাউন শেষ হচ্ছে আজ। তবে আগামী দুদিনও কার্যত লকডাউন চলবে। ফলে আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে এক সপ্তাহের লকডাউনের পর কী হবে এ নিয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত না থাকায় দূরপাল্লার পরিবহনগুলো ১২ ও ১৩ এপ্রিল তারিখের অগ্রিম টিকিট বিক্রি করেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ আজকের পত্রিকাকে বলেন, সরকারের নতুন নির্দেশনা পেয়েছি, সেই হিসেবে ১২ ও ১৩  তারিখেও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকবে। আগাম নির্দেশনা না থাকায় আমরা কিছু পরিবহনের অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম। রোববার সকালে নির্দেশনা পাওয়ার পর অগ্রিম টিকিটের টাকা রিফান্ড করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ১৪ তারিখ থেকে যেন কঠোরভাবে লকডাউন পালন করা হয়, যাতে করোনার সংক্রমণ কমে যায়। আর আমরাও যেন পরবর্তীতে দূরপাল্লার পরিবহন চালাতে পারি। কারণ গত বছর ৬৪ দিন গাড়ি বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। সেটার পুনরাবৃত্তি  ঘটুক আমরা চাই না।

দেশের করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ৩ এপ্রিল সরকার ৫ এপ্রিল থেকে সাত দিনের নিষেধাজ্ঞা দেয়। কিন্তু অফিস ও কলকারখানা খোলা রেখে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষেরা। ব্যাপক অসন্তোষের মুখে তৃতীয় দিন থেকে সিটি করপোরেশন এলাকায় অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়।

এছাড়া ইদুল ফিতরকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে শুক্রবার থেকে বাজার ও শপিংমলগুলোও সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে।

তবে এতে সংক্রমণ পরিস্থিতির আরও অবনিত হয়েছে। গতকাল শনিবার ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণার কথা ভাবছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত