Ajker Patrika

৪৯ বছর পর গোয়ালন্দে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ 

প্রতিনিধি, রাজবাড়ী
৪৯ বছর পর গোয়ালন্দে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ 

স্বাধীনতার ৪৯ বছর পর রাজবাড়ী জেলার গোয়ালন্দের বাহাদুরপুরে ‘মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি’ মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুরে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার ফলক উন্মোচন করে এ ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার বলেন, আমার নিজ এলাকায় স্বাধীনতার ৪৯ বছর পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ উদ্বোধন করতে পেরে মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে শহীদ আনসার মহিউদ্দিন বাহিনী গঠন করে ৮ নম্বর সেক্টরে গোয়ালন্দের বাহাদুরপুরে সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ করেন। শহীদ আনসার মহিউদ্দিনের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার উজানচর  ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়। এসব যুদ্ধে মহিউদ্দিন বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা শাহাদৎ বরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোয়ালন্দ সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযোদ্ধা ভাস্কর্য পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুর।

এসময় আরও উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদ ১নং নং ওয়ার্ড সদস্য মোঃ ইউনুস মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মুনমুন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা আবুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা বদরউদ্দিনসহ প্রমুখ।  

বিষয়:

রাজবাড়ী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত