নির্মলেন্দু গুণ
আমরা দু’জনে গোপনে গোপনে
ভালোবাসিয়াছি দু’জনায়।
শুভ্র কাশবনে, কাননে-কাননে
আনন্দহিল্লোল বয়ে যায়।
আমাদের প্রেম দেখে আকাশে,
মেঘেরাও হলো আজ চঞ্চল।
স্তব্ধ-নদীর জল তরঙ্গে উচ্ছল—
হলো আজ মিলনের মোহনায়।
আজ বুকে-বুকে, চোখে-চোখে,
অধরে-অধরে করি চুম্বন।
আজ আর নেই কোনো লজ্জা,
কাশবনই হোক রণশয্যা—
ঘাসবনই হবে আজ ঘুমবন।
আজ লাজ ভুলে, দেহ খুলে—
চলো মিলি সঙ্গমে,
ঐ দূর গগনের মেঘের ছায়ায়।
আমরা দু’জনে গোপনে গোপনে
ভালোবাসিয়াছি দু’জনায়।
শুভ্র কাশবনে, কাননে-কাননে
আনন্দহিল্লোল বয়ে যায়।
আমাদের প্রেম দেখে আকাশে,
মেঘেরাও হলো আজ চঞ্চল।
স্তব্ধ-নদীর জল তরঙ্গে উচ্ছল—
হলো আজ মিলনের মোহনায়।
আজ বুকে-বুকে, চোখে-চোখে,
অধরে-অধরে করি চুম্বন।
আজ আর নেই কোনো লজ্জা,
কাশবনই হোক রণশয্যা—
ঘাসবনই হবে আজ ঘুমবন।
আজ লাজ ভুলে, দেহ খুলে—
চলো মিলি সঙ্গমে,
ঐ দূর গগনের মেঘের ছায়ায়।
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
২৪ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
০৬ আগস্ট ২০২৫বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
০৩ আগস্ট ২০২৫রাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
৩১ জুলাই ২০২৫