শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মৌখিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু গোতাবায়া এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র পাঠাননি। ফলে এখনই কার্যকর হচ্ছে না তাঁর পদত্যাগ। কিন্তু গোতাবায়ার এই অবস্থান কেন? কেন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না?
গত ৯ জুলাই বিক্ষোভকারীদের প্রবল আন্দোলনের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়েছিলেন গোতাবায়া। পরে গত মঙ্গলবার তিনি উড়োজাহাজযোগে দেশত্যাগের চেষ্টা করলে বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়। বাধার মুখে তিনি ১৩ জুলাই সকালে দেশটির সেনাবাহিনীর একটি উড়োজাহাজে করে মালদ্বীপ পৌঁছান। যাওয়ার আগে তিনি দেশের সংশোধিত সংবিধান মোতাবেক দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।
গোতাবায়ার কাছের লোক বলে পরিচিত রনিল বিক্রমাসিংহের নেতৃত্ব নিয়েও এরই মধ্যে গুঞ্জন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তলব করায় তাঁর অবস্থান নিয়ে সন্দেহ আরও তীব্র হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে। অনাস্থা প্রকাশ করেছেন বিরোধী রাজনীতিবিদেরাও।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্যও নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’
সব মিলিয়ে গোতাবায়ার কার্যক্রমে দেশটির আন্দোলনকারীদের মনে সন্দেহের উদ্রেক করেছে। বিশ্লেষকদের ধারণা, গোতাবায়া তাঁর প্রেসিডেন্ট পদের দায়মুক্ত থাকার সুবিধাটিই এখন নিচ্ছেন। দেশটির নতুন কোনো সরকার যেন তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই তাঁর এমন অবস্থান বলে ধারণা অনেকের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, গোতাবায়া মালদ্বীপ থেকে দুবাই বা সিঙ্গাপুরে যেতে পারেন। যেখানেই যান না কেন, গোতাবায়া তাঁর গ্রেপ্তার এড়ানোয় বদ্ধপরিকর বলেই মনে হচ্ছে। নইলে আজ বুধবার তাঁর পদত্যাগের কথা থাকলেও তিনি কেবল মৌখিকভাবেই পদত্যাগ করেছেন। অথচ, দেশটির সংবিধান অনুসারে তাঁর পদত্যাগ তখনই কার্যকর হবে যখন দেশটির পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের পদত্যাগের আনুষ্ঠানিক পদত্যাগপত্র হাতে পাবেন।
ফলে এই ধারণাটিই স্পষ্ট হচ্ছে যে—যতক্ষণ পর্যন্ত গোতাবায়া তাঁর গ্রেপ্তারের বিষয়টি এড়ানোর নিশ্চয়তা না পাচ্ছেন, ততক্ষণ অবধি গোতাবায়া তাঁর দায়িত্ব ত্যাগে টালবাহানা করতে পারেন।
শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মৌখিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু গোতাবায়া এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র পাঠাননি। ফলে এখনই কার্যকর হচ্ছে না তাঁর পদত্যাগ। কিন্তু গোতাবায়ার এই অবস্থান কেন? কেন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না?
গত ৯ জুলাই বিক্ষোভকারীদের প্রবল আন্দোলনের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়েছিলেন গোতাবায়া। পরে গত মঙ্গলবার তিনি উড়োজাহাজযোগে দেশত্যাগের চেষ্টা করলে বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়। বাধার মুখে তিনি ১৩ জুলাই সকালে দেশটির সেনাবাহিনীর একটি উড়োজাহাজে করে মালদ্বীপ পৌঁছান। যাওয়ার আগে তিনি দেশের সংশোধিত সংবিধান মোতাবেক দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।
গোতাবায়ার কাছের লোক বলে পরিচিত রনিল বিক্রমাসিংহের নেতৃত্ব নিয়েও এরই মধ্যে গুঞ্জন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তলব করায় তাঁর অবস্থান নিয়ে সন্দেহ আরও তীব্র হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে। অনাস্থা প্রকাশ করেছেন বিরোধী রাজনীতিবিদেরাও।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্যও নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’
সব মিলিয়ে গোতাবায়ার কার্যক্রমে দেশটির আন্দোলনকারীদের মনে সন্দেহের উদ্রেক করেছে। বিশ্লেষকদের ধারণা, গোতাবায়া তাঁর প্রেসিডেন্ট পদের দায়মুক্ত থাকার সুবিধাটিই এখন নিচ্ছেন। দেশটির নতুন কোনো সরকার যেন তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই তাঁর এমন অবস্থান বলে ধারণা অনেকের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, গোতাবায়া মালদ্বীপ থেকে দুবাই বা সিঙ্গাপুরে যেতে পারেন। যেখানেই যান না কেন, গোতাবায়া তাঁর গ্রেপ্তার এড়ানোয় বদ্ধপরিকর বলেই মনে হচ্ছে। নইলে আজ বুধবার তাঁর পদত্যাগের কথা থাকলেও তিনি কেবল মৌখিকভাবেই পদত্যাগ করেছেন। অথচ, দেশটির সংবিধান অনুসারে তাঁর পদত্যাগ তখনই কার্যকর হবে যখন দেশটির পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের পদত্যাগের আনুষ্ঠানিক পদত্যাগপত্র হাতে পাবেন।
ফলে এই ধারণাটিই স্পষ্ট হচ্ছে যে—যতক্ষণ পর্যন্ত গোতাবায়া তাঁর গ্রেপ্তারের বিষয়টি এড়ানোর নিশ্চয়তা না পাচ্ছেন, ততক্ষণ অবধি গোতাবায়া তাঁর দায়িত্ব ত্যাগে টালবাহানা করতে পারেন।
বিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
১১ আগস্ট ২০২৫শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
১০ আগস্ট ২০২৫মিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
১০ আগস্ট ২০২৫১৫৮ বছর আগে মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধানসূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। মার্কিন মুল্লুকের এত সব জৌলুস এলাকা বাদ দিয়ে কেন এই হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী?
০৯ আগস্ট ২০২৫