অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্কের ঘোষণা করার পর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লামই প্রথম এশীয় নেতা হিসেবে তাঁর সঙ্গে প্রথম ফোনে যোগাযোগ করেন। তিনি আমেরিকান পণ্যের ওপর থেকে সমস্ত শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লামের প্রশংসা করেন।
তবে কয়েক দিন পরই ট্রাম্পের সুর পাল্টে যায়। কারণ, ফোনালাপের কয়েক দিন পর লাম চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে হ্যানয়ে স্বাগত জানান। গত তিন বছরে এটি ছিল সি’র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। ট্রাম্প তখন মন্তব্য করেন, চীনা ও ভিয়েতনামের নেতারা ‘কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলা যায়’ তা নিয়ে আলোচনা করতেই একত্র হয়েছেন।
ভূ-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে ভিয়েতনাম অন্য দেশগুলোর মতো খুব একটা জড়িয়ে পড়েনি। দেশটি অনেকগুলো সরবরাহ শৃঙ্খলে আমেরিকা ও চীনের মাঝামাঝি অবস্থান করছে। এই দুটি দেশই ভিয়েতনামের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের মতো ভিয়েতনামও কমিউনিস্ট একনায়কতান্ত্রিক দেশ, তবে দক্ষিণ চীন সাগরে মাছ ধরা ও খনিজ সম্পদের অধিকার নিয়ে চীনের সঙ্গে এর বিরোধও আছে।
তো লামের পূর্বসূরি নগুয়েন গত বছর মারা যাওয়া ফু ত্রং। তাঁর সময়ে ভিয়েতনাম ‘বাঁশ কূটনীতি’ অনুসরণ করত। অর্থাৎ, বড় শক্তিগুলো চাপ দিলে তারা নুইয়ে পড়লেও ভেঙে যেত না। বড় শক্তিগুলোর চাপ থেকে বের হওয়ার জন্য যখন অন্যান্য নিরপেক্ষ দেশগুলো যখন সংগ্রাম করেছে, ভিয়েতনাম তখন বেশির ভাগ ক্ষেত্রেই অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলেও ভিয়েতনাম এর নিন্দা জানায়নি। কিন্তু একই ইস্যুতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর যে তীব্র সমালোচনা হয়েছে, তা ভিয়েতনামের বেলায় হয়নি।
ভিয়েতনাম কীভাবে এটি অর্জন করতে পেরেছে? অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত অ্যান্ড্রু গোলেডজিনোস্কি বলেন, ‘তারা কিছুটা বিশেষ ক্ষেত্র। কারণ, তাদের প্রচুর নৈতিক পুঁজি আছে।’ লাম সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বাণিজ্য, প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক তৈরিতে জোর দিয়েছেন। তিনি গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ১৩টি দেশ সফর করেছেন।
এই বিশ্বভ্রমণের মাধ্যমে লাম কী অর্জন করতে চান? অগ্রাধিকার হলো—আমেরিকা ও চীনের ওপর ভিয়েতনামের নির্ভরতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা, যার সঙ্গে তাদের এরই মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। এই চুক্তি আমেরিকায় রপ্তানি কমে যাওয়াকে পুষিয়ে দিতে সাহায্য করবে। রাশিয়া হ্যানয়কে সস্তা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়া ভিয়েতনামে অন্যতম বড় বিনিয়োগকারী। তারাও সাশ্রয়ী মূল্যের অস্ত্র সরবরাহ করতে পারে।
লাম অন্যান্য মাঝারি শক্তির দিকেও নজর দিচ্ছেন। যেমন ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের মতো মুক্ত-বাণিজ্য জোটভুক্ত দেশগুলো অথবা কম উন্মুক্ত অর্থনৈতিক জোট আসিয়ান এর অন্যতম উদাহরণ। সিঙ্গাপুরের থিংক-ট্যাংক আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নগুয়েন খ্যাক গিয়াং বলেন, ‘ভিয়েতনাম এই (আসিয়ান) গোষ্ঠীর মোটামুটি নিষ্ক্রিয় সদস্য ছিল।’ এই অবস্থায় লাম কি ভিয়েতনামের স্বার্থে আসিয়ানকে আরও উদারীকরণের চেষ্টা করবেন? যদিও ১৯৯০-এর দশকের শেষের দিকে আসিয়ান একটি মুক্ত বাণিজ্য এলাকা তৈরি করলেও জোটের অ-শুল্ক বাধাগুলো দূর করতে খুব কমই কাজ করেছে।
ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্কের ঘোষণা করার পর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লামই প্রথম এশীয় নেতা হিসেবে তাঁর সঙ্গে প্রথম ফোনে যোগাযোগ করেন। তিনি আমেরিকান পণ্যের ওপর থেকে সমস্ত শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লামের প্রশংসা করেন।
তবে কয়েক দিন পরই ট্রাম্পের সুর পাল্টে যায়। কারণ, ফোনালাপের কয়েক দিন পর লাম চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে হ্যানয়ে স্বাগত জানান। গত তিন বছরে এটি ছিল সি’র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। ট্রাম্প তখন মন্তব্য করেন, চীনা ও ভিয়েতনামের নেতারা ‘কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলা যায়’ তা নিয়ে আলোচনা করতেই একত্র হয়েছেন।
ভূ-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে ভিয়েতনাম অন্য দেশগুলোর মতো খুব একটা জড়িয়ে পড়েনি। দেশটি অনেকগুলো সরবরাহ শৃঙ্খলে আমেরিকা ও চীনের মাঝামাঝি অবস্থান করছে। এই দুটি দেশই ভিয়েতনামের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের মতো ভিয়েতনামও কমিউনিস্ট একনায়কতান্ত্রিক দেশ, তবে দক্ষিণ চীন সাগরে মাছ ধরা ও খনিজ সম্পদের অধিকার নিয়ে চীনের সঙ্গে এর বিরোধও আছে।
তো লামের পূর্বসূরি নগুয়েন গত বছর মারা যাওয়া ফু ত্রং। তাঁর সময়ে ভিয়েতনাম ‘বাঁশ কূটনীতি’ অনুসরণ করত। অর্থাৎ, বড় শক্তিগুলো চাপ দিলে তারা নুইয়ে পড়লেও ভেঙে যেত না। বড় শক্তিগুলোর চাপ থেকে বের হওয়ার জন্য যখন অন্যান্য নিরপেক্ষ দেশগুলো যখন সংগ্রাম করেছে, ভিয়েতনাম তখন বেশির ভাগ ক্ষেত্রেই অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলেও ভিয়েতনাম এর নিন্দা জানায়নি। কিন্তু একই ইস্যুতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর যে তীব্র সমালোচনা হয়েছে, তা ভিয়েতনামের বেলায় হয়নি।
ভিয়েতনাম কীভাবে এটি অর্জন করতে পেরেছে? অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত অ্যান্ড্রু গোলেডজিনোস্কি বলেন, ‘তারা কিছুটা বিশেষ ক্ষেত্র। কারণ, তাদের প্রচুর নৈতিক পুঁজি আছে।’ লাম সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বাণিজ্য, প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক তৈরিতে জোর দিয়েছেন। তিনি গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ১৩টি দেশ সফর করেছেন।
এই বিশ্বভ্রমণের মাধ্যমে লাম কী অর্জন করতে চান? অগ্রাধিকার হলো—আমেরিকা ও চীনের ওপর ভিয়েতনামের নির্ভরতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা, যার সঙ্গে তাদের এরই মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। এই চুক্তি আমেরিকায় রপ্তানি কমে যাওয়াকে পুষিয়ে দিতে সাহায্য করবে। রাশিয়া হ্যানয়কে সস্তা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়া ভিয়েতনামে অন্যতম বড় বিনিয়োগকারী। তারাও সাশ্রয়ী মূল্যের অস্ত্র সরবরাহ করতে পারে।
লাম অন্যান্য মাঝারি শক্তির দিকেও নজর দিচ্ছেন। যেমন ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের মতো মুক্ত-বাণিজ্য জোটভুক্ত দেশগুলো অথবা কম উন্মুক্ত অর্থনৈতিক জোট আসিয়ান এর অন্যতম উদাহরণ। সিঙ্গাপুরের থিংক-ট্যাংক আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নগুয়েন খ্যাক গিয়াং বলেন, ‘ভিয়েতনাম এই (আসিয়ান) গোষ্ঠীর মোটামুটি নিষ্ক্রিয় সদস্য ছিল।’ এই অবস্থায় লাম কি ভিয়েতনামের স্বার্থে আসিয়ানকে আরও উদারীকরণের চেষ্টা করবেন? যদিও ১৯৯০-এর দশকের শেষের দিকে আসিয়ান একটি মুক্ত বাণিজ্য এলাকা তৈরি করলেও জোটের অ-শুল্ক বাধাগুলো দূর করতে খুব কমই কাজ করেছে।
বিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
১৮ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
১৯ দিন আগেমিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
২০ দিন আগে১৫৮ বছর আগে মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধানসূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। মার্কিন মুল্লুকের এত সব জৌলুস এলাকা বাদ দিয়ে কেন এই হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী?
২০ দিন আগে