আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:
বিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
১১ আগস্ট ২০২৫শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
১০ আগস্ট ২০২৫মিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
১০ আগস্ট ২০২৫১৫৮ বছর আগে মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধানসূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। মার্কিন মুল্লুকের এত সব জৌলুস এলাকা বাদ দিয়ে কেন এই হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী?
০৯ আগস্ট ২০২৫