আজকের পত্রিকা ডেস্ক
কখনো কখনো ইতিহাস পুনরাবৃত্তি হয়। ইউক্রেনে রুশ হামলার আগে পশ্চিমারা যা করেছিল, চীন-তাইওয়ান ইস্যুতে ঠিক তেমন না করলেও হম্বিতম্বি তেমনই। সম্প্রতি এশিয়া সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। তাইওয়ানের পাশে থাকবে। এ মন্তব্যে নাখোশ চীন এবার শুরু করল ভয় দেখানো। কয়েক দিন ধরে দেশটি তাইওয়ানের আশপাশের সমুদ্র এবং আকাশপথে একটি যুদ্ধের প্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার সাম্প্রতিক যোগসাজশের কড়া জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটি।
দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। দুই বছর ধরে দেশটির সীমান্তে সামরিক মহড়াও চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ ইস্যুতে প্রায়ই চীনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র। একে সহজভাবে নিতে পারেন না চীনের নেতা সি চিন পিং।
সম্প্রতি চীনের এ কর্মকাণ্ডে তাইওয়ানে হামলার আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু অদূর ভবিষ্যতে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা কি থামাতে পারবেন? সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তা করবে না। এর অন্যতম কারণ, চীনের সমৃদ্ধ সামরিক শক্তি। চীন চাইলেই তাইওয়ানকে নিজেদের দখলে নিয়ে নিতে পারবে। এতে এ অঞ্চলের কোনো দেশ তেমন বাধাও দেবে না। আর ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো এমন কোনো শক্ত জোটও নেই।
সম্প্রতি প্রকাশিত ‘গণতন্ত্র উপলব্ধি সূচক ২০২২’-এর এক জরিপ বলছে, বেইজিং তাইওয়ানে আগ্রাসন শুরু করলে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের অধিকাংশ দেশই চীনের বিরুদ্ধে যাবে না। তারা দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইবে না। ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো অনেক দেশ এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে।
এমন এক সুযোগে এবার চীন তাইওয়ান দখল করতে চাইতেই পারে। তবে এ যুদ্ধ বেইজিং এবং এর প্রতিপক্ষের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে নিয়ে আসবে। ইউক্রেনের সঙ্গে তুলনা করলে তাইওয়ানে তিনগুণ ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে জার্মান মার্শাল ফান্ড বিশ্লেষক গ্ল্যাসার বলছেন, তাইওয়ানে চীন আগ্রাসনের সম্ভাবনা অনেক কম। ইতিমধ্যেই ইউক্রেনে রুশ বাহিনী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো দেখেছে চীন। এমন সংকট আনতে চাইবে না দেশটি।
কখনো কখনো ইতিহাস পুনরাবৃত্তি হয়। ইউক্রেনে রুশ হামলার আগে পশ্চিমারা যা করেছিল, চীন-তাইওয়ান ইস্যুতে ঠিক তেমন না করলেও হম্বিতম্বি তেমনই। সম্প্রতি এশিয়া সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। তাইওয়ানের পাশে থাকবে। এ মন্তব্যে নাখোশ চীন এবার শুরু করল ভয় দেখানো। কয়েক দিন ধরে দেশটি তাইওয়ানের আশপাশের সমুদ্র এবং আকাশপথে একটি যুদ্ধের প্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার সাম্প্রতিক যোগসাজশের কড়া জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটি।
দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। দুই বছর ধরে দেশটির সীমান্তে সামরিক মহড়াও চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ ইস্যুতে প্রায়ই চীনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র। একে সহজভাবে নিতে পারেন না চীনের নেতা সি চিন পিং।
সম্প্রতি চীনের এ কর্মকাণ্ডে তাইওয়ানে হামলার আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু অদূর ভবিষ্যতে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা কি থামাতে পারবেন? সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তা করবে না। এর অন্যতম কারণ, চীনের সমৃদ্ধ সামরিক শক্তি। চীন চাইলেই তাইওয়ানকে নিজেদের দখলে নিয়ে নিতে পারবে। এতে এ অঞ্চলের কোনো দেশ তেমন বাধাও দেবে না। আর ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো এমন কোনো শক্ত জোটও নেই।
সম্প্রতি প্রকাশিত ‘গণতন্ত্র উপলব্ধি সূচক ২০২২’-এর এক জরিপ বলছে, বেইজিং তাইওয়ানে আগ্রাসন শুরু করলে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের অধিকাংশ দেশই চীনের বিরুদ্ধে যাবে না। তারা দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইবে না। ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো অনেক দেশ এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে।
এমন এক সুযোগে এবার চীন তাইওয়ান দখল করতে চাইতেই পারে। তবে এ যুদ্ধ বেইজিং এবং এর প্রতিপক্ষের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে নিয়ে আসবে। ইউক্রেনের সঙ্গে তুলনা করলে তাইওয়ানে তিনগুণ ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে জার্মান মার্শাল ফান্ড বিশ্লেষক গ্ল্যাসার বলছেন, তাইওয়ানে চীন আগ্রাসনের সম্ভাবনা অনেক কম। ইতিমধ্যেই ইউক্রেনে রুশ বাহিনী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো দেখেছে চীন। এমন সংকট আনতে চাইবে না দেশটি।
বিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
১১ আগস্ট ২০২৫শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
১০ আগস্ট ২০২৫মিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
১০ আগস্ট ২০২৫১৫৮ বছর আগে মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধানসূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। মার্কিন মুল্লুকের এত সব জৌলুস এলাকা বাদ দিয়ে কেন এই হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী?
০৯ আগস্ট ২০২৫